University of Galati - Romania

Higher Study Romania
0

 


যারা এখনো আবেদন করেন নাই আজকের ব্লগটি তাদের জন্য। আজ ২৪শে জুন ২০২৩। অনেক ইউনিভার্সিটি থেকে অলরেডি অফার লেটার দেওয়া শুরু হয়েছে। পহেলা জুলাই থেকে রোমানিয়ার এম্বাসি এপোয়েন্টমেন্ট শুরু হবে।

কিন্তু অনেকেই আবেদন করতে পারেন নাই হয়তো আপনাদের ডকুমেন্টস রেডি করতে লেট হয়েছে। কিন্তু রোমানিয়ার সকল ইউনিভার্সিটির আবেদন একই তারিখে শুরু হয়না। যেমন কোনো ইউনিভার্সিটি ফেব্রুয়ারীতে আবার কোনো ইউনিভার্সিটি মার্চ, এপ্রিল, জুন এমনকি জুলাই এর তারিখেও আবেদন শুরু হয়। হ্যাঁ, আফসোস করার কিছু নেই। আজ এই ৬ই জুলাইতে আবেদন শুরু হওয়া ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো।                                                                

                                       Faculty List

1. Faculty of Engineering
2. Faculty of Naval Architecture
3. Faculty of Food Science and Engineering
4. Faculty of Automation, Computer Sciences, Electronics and Electrical Engineering
5. Faculty of Physical Education and Sports
6. Faculty of Letters
7. Faculty of Sciences and Environment
8. Faculty of History, Philosophy and Theology
9. Faculty of Engineering and Agronomy in Braila
10. Faculty of Economics and Business Administration
11. Faculty of Social, Political and Legal Sciences
12. Faculty of Medicine and Pharmacy Faculty of Arts
13. Cross-Border Faculty of Humanities, Economics and Engineering
14. Subsidiary of the Faculty of Medicine and Pharmacy in Enna - Italy
এবার একটু টাকা পয়সার কথা বলি। অন্যান্য ইউনিভার্সিটির মতো গালাতি ইউনিভার্সিটিতেও আবেদন ফি রয়েছে যেটা ৫০ ইউরো। আবেদন ফি পাঠিয়ে দেওয়ার পর প্রুফ অব পেমেন্ট স্লিপ দিয়ে আপনি আবেদন করতে পারবেন। স্লিপটি যেনো না হারিয়ে যায়। কিভাবে আবেদন ফি পাঠাবেন? click here এখানে টিউশন ফি এর ব্যাপারটা আপনাকে ফ্যাকাল্টিতে গিয়ে দেখতে হবে। সাবজেক্ট এবং ফ্যাকাল্টির উপর ডিপেন্ড করে আপনার টিউশন ফি কত হবে। যদি প্রিপ্রেটরি বা ল্যাংগুয়েজ প্রোগ্রামে পড়তে চান তাদের জন্য লেখা আছে প্রতি মাসে ২২০ ইউরো। মানে মাসে ১৯৮০ ইউরো। বাংলাদেশী টাকায় প্রায় আড়াইলাখ টাকা আপনার টিউশন ফি। ইউনিভার্সিটির কন্টাক্ট ইমেইলঃ admissionre.international@ugal.ro
লেখকের কিছু কথাঃ লেখাটি সম্পূর্ণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছি। আমার মনে হয়না বাংলা ভাষায় লেখা উচ্চশিক্ষা নিয়ে এমন কন্টেন্ট কেউ আগে লিখেছে। কন্টেট লেখাটি যদি আপনার পছন্দ হয়, আপনি একটুও উপকার পেয়ে থাকেন তাহলে বলবো আপনি আপনার উচ্চশিক্ষায় পড়তে চায় এমন বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিবেন। আপনাদের সাড়া পেলে আমি আরো ইনফরমেটিভ কনটেন্ট লিখবো ইনশাআল্লাহ। আমি নিজেও একজন রোমানিয়ার ক্যান্ডিডেট। আমার সম্পূর্ন প্রসেস কোনো এজেন্সি ছাড়াই আমি নিজে নিজে করেছি। লেখার কোথাও ভুল বা না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করছি আমি আপনাদের সকল তথ্য দিয়ে সহযোগীতা করতে পারবো। ধন্যবাদ।

Source: University Website & Google

Important Link For You:

Click Below

1.        Download Anexa 2 and Application Form download

2.        Acrobat

3.         imagebackground remover

4.         Affidavid 5.       How to Apply? 6.        Application Portal log in link 7.        Preparatory Year Details 8.         Non EU Master 9.        Non EU Bachelor/Honours

Next Post: 

1.   Application Fees Send System      

2.   Living Costing Send      

3.   Embassy Costing      

4.   Embassy Questions      

5.   University Email      

 FOREIGN LAND YOUTUBE CHANEL

Post a Comment

0Comments
Post a Comment (0)