কিভাবে ইউনিভার্সিটিতে টিউশন ফি পাঠাবেন ?
কোন ব্যাংক দিয়ে কিভাবে টিউশন ফিস প্রদান করবেন
প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করি, বর্তমানে দেশে ডলার সংকট থাকার কারণে অনেক ব্যাংকই স্টুডেন্ট ফাইল ওপেন করা বন্ধ করে দিয়েছিল। কইয়েকদিন আগে আবার চালু করেছে। তবে তারা একটা অযুহাত বা বায়না ধরে বসে আছে। সেটা হলো তাদের থেকে ১০ লাখ বা তার বেশি ব্যাংক স্টেটমেন্ট লোন নিতে হবে অথবা ৫ লাখ টাকা বা তার বেশি এফডিআর বা ডিপোজিট করে রাখতে হবে। আপনার টিউশন ফি পাঠানো হয়ে গেলে ব্যাংকে জমাকৃত টাকা আবার তুলে আনতে পারবেন। বর্তমানে এমন নিয়ম করেছে প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, প্রিমিয়ার। মূলত প্রাইভেট ব্যাংকগুলো বেশি কাহিনী করছে।
বাংলাদেশ এর প্রায় সব
ব্যাঙ্ক দিয়ে
টাকা পাঠাতে পারবেন। তবে সব ব্যাংক
এর সুভিদা সমান
না।
সরকারি ব্যাংক এর সুবিধা ও অসুবিধা :
১.
এখানে স্টুডেন্ট ফাইল
খুলতে অনেক কম
টাকা লাগে।
২.
কোনো রকম ঝামেলা
ছাড়াই আপনি টাকা
পাঠাতে পারবেন।
৩.
অসুবিধা এর
মধ্যে, এখানে টাকা
পাঠাতে টাইম লাগে
কম্পক্ষে ৭
দিন।
৪.
ইউরো রেট অনেক
বেশি। ১০৬ অথবা
১০৭ এমন নিবে।
সোনালী
ব্যাংক এ স্টুডেন্ট ফাইল খুলতে ৩২০০
টাকা লাগবে।
জনতা
ব্যাংকে ২৩০০
টাকা লাগবে।
প্রাইভেট ব্যাংকের
তালিকাঃ
এখানে
অনেক ব্যাংক পাবেন।
কিন্তু
আমি রেকমেন্ড করবোEBL
,CITY ,BRAC , PREMIRE, DHAKA BANK
১.
অসুবিধা এর
মধ্যে শুধু কস্ট
টা বেশি।
যেমন
ব্র্যাক ব্যাঙ্ক এ স্টুডেন্ট ফাইল
খুলতে ৮০০০ নিবে।
২.
অন্য সকল ব্যাঙ্ক এ ৭ থেকে
১০০০০ হাজার টাকা
নিবে।
৩.
এখানে টাকা এর
রেট বেশি পাবেন।
৪.
টাকা পাঠাতে ৩
কর্ম দিবস লাগবে।
কিভাবে পাঠাবেন :
অফার
লেটার নিয়ে সোজা
ব্যাংকে যাবেন
এবং সাথে করে
ইউনিভার্সিটি এর
রিফান্ড পলিসি
নিয়ে যাবেন। রিফান্ড পলিসি ছাড়া কোনো
ব্যাঙ্ক টাকা
পাঠাতে রাজি হবে
না। কিভাবে কি
করতে হবে সেটা
ব্যাঙ্ক আপনাকে
সুন্দর করে বলে
দিবে। ব্যাঙ্ক এ
যাওয়ার সময় ছবি,পাসপোর্ট, নমিনি এর ছবি
ও বিদ্যুৎ বিল
এর পেপার সাথে
নিয়ে যাবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
১
অফার লেটার
২.
রিফান্ড পলিসি
৩.
অনেক ইউনিভার্সিটি তে
রিফান্ড পলিসি
এর পাপেরস নেই।
তারা মেইল এ
আপনাকে বলে দিবে
যে ভিসা না
হলে আপনার টাকা
ব্যাক দিবে। ঐটাই
ব্যাংকে দেখালে
এন্ড তাদের রিকোয়েস্ট করলে টিউশন ফিস
পাঠাতে পাঠাতে পারবেন। টিউশন ফিস ব্যাক
পাওয়া নিয়ে টেনশন
করার দরকার নাই,তারা
নিশ্চিত ব্যাক
দিবে।
৪.
স্টুডেন্ট এর
পাসপোর্ট এর
কপি ও ২
কপি ছবি।
৫.সকল
একাডেমিক সার্টিফিকেট এর কপি।
৬.
ইউনিভার্সিটি এর
ব্যাঙ্ক ডিটেলস।
৭.
কোর্স ডিউরেশন এর
ডিটেলস যেটা ইউনিভার্সিটি এর ওয়েবসাইট থেকে
নিতে হবে। এটা
অনলি সিলেট বিভাগ
এ চায় অন্য
কোথাও তেমন চায়
না।
৮.
নমিনি এরNID এর
কপি এবং ২
কপি ছবি।
৯.
ইলেক্টিক বিল
এর কপি।
সতর্কতাঃ টাকা পাঠানোর সময় দেখে নিবেন নাম বানান, পাসপোর্ট নম্বর , All Other Information সব ঠিক আছে কিনা।