Transilvania University Faculty & Tuition Fees

Higher Study Romania
0

 



Transilvania University Of Brasov

আজ আপনাদের সাথে কথা বলবো “ট্রানসিল্ভানিয়া ইউনিভার্সিটি অব ব্রাসভ” ইউনিভার্সিটি নিয়ে।
ব্রাসভ” রোমানিয়ার একটি অন্যতম সোন্দার্যন্ডিত একটি শহর।রোমানিয়ার সোন্দার্য্যের কেন্দ্রবিন্দুও বলা হয়ে থাকে।টুরিস্টপ্লেস হিসেবেই পরিচিত এই শহরটি। লাল ইটের শহর আর পাহাড়ি আকাবাকা রাস্তা।চারিদিকে সবুজের সমরোহ এমনই একটি ইউনিভার্সিটি হলো ট্রানসিলভানিয়া ইউনিভার্সিটি অব ব্রাসভ। এখানে প্রচুর টুরিস্ট আসে প্রাই সারাবছর। জীবন যাত্রার মান অনেক উন্নত।বিদেশী শিক্ষার্থীদের জন্য চাকুরীবাজার অন্যান্য শহরের তুলনায় কিছুটা সহজ।

আপনাদের প্রশ্নঃ 
ব্রাসভে ২৩ সালে আবেদন শুরু কত তারিখ থেকে?
ব্রাসভে কি কি সাবজেক্ট আছে?
ব্রাসভে কি প্রিপ্রেটরি ইয়ার আছে?
ব্রাসভে টিউশনি ফি কত টাকা?
ব্রাসভে কি কোনো স্কলারশিপ আছে?
জবের সুযোগ সুবিধা কেমন এখানে?

প্রশ্নের উত্তরঃ
১নং উত্তরঃ   ব্রাসভে ২৩ সালে আবেদন শুরু কত তারিখ থেকে?
চলছে মাস অর্থাত ১৫ মে থেকে আবেদন শুরু চলবে জুলাই মাসের ১৫ তারিখ পর্যন্ত

২নং উত্তরঃ ব্রাসভে কি কি সাবজেক্ট আছে?
সাবজেক্ট তো আছে অনেক কিন্তু ফ্যাকাল্টি আছে ১৮ টি। এই ১৮ টি ফ্যাকাল্টির মধ্যে আপনার সাবজেক্ট আছে প্রায় ৫০টির  বেশি। সুতরাং আপনি খুজলে আপনার পছন্দের সাবজেক্ট এখানে পেয়ে যাবেন।

ফ্যাকাল্টি লিস্ট এবং টিউশন ফি

1) Technical, Science, Mathematics and Applied Mathematics, Sports
Tuition Fees for Master’s and Bachelors : 2430 Euros

2) Socio-humane
Tuition Fees for Master’s and Bachelors : 2000 Euros

3) Phychology
Tuition Fees for Master’s and Bachelors : 2500 Euros

4) Economics
Tuition Fees for Master’s and Bachelors : 3000 Euros

5) Medicine
Tuition Fees for Master’s and Bachelors : 5500 Euros

6) Medicine - Specialist Training (Residency)
Tuition Fees for only for Doctors : 5000 Euros

7) Surgeon - Specialist Training (Residency)
Tuition Fees for Doctors : 7000 Euros

8) Nursing
Tuition Fees for Master’s and Bachelors : 3500 Euros

9) Psycho and Recovery Therapy Tuition Fees for Master’s and Bachelors : 3500 Euros
10) Clinical Laboratory

Tuition Fees for Master’s and Bachelors : 3500 Euros
11) Music and Arts Tuition Fees for Master’s and Bachelors : 3780 Euros

12) Musical Performance
Tuition Fees for Master’s and Bachelors : 6750 Euros

13) Preparatory Year of Romanian Language
Tuition Fees for Master’s and Bachelors : 2000 Euros আরো কিছু ফ্যাকাল্টি এবং সাবজেক্ট আছে সেগুলো আপনারা এখানে ক্লিক করে দেখে নিন।

ব্রাসভে কি প্রিপ্রেটরি ইয়ার আছে?
রোমানিয়ান বেশিরভাগ ইউনিভার্সিটিতেই তারা এই প্রিপ্রেটরি সাবজেক্ট বা কোর্সটা রেখেছে।ব্রাসভ ইউনিভার্সিটিতেও রইয়েছে। যেখানে প্রতি সপ্তাহে ১৮ ঘণ্টা করে ক্লাস হবে।এটি ওয়েবসাইটে উল্লেখ করা আছে। এই কোর্সের টিউশন ফি আছে ২০০০ ইউরো।

ব্রাসভে কি কোনো স্কলারশিপ আছে?
ট্রানসিলভানিয়া ইউনিভার্সিটিতে একটি স্কলারশিপ আছে যেটা “ ট্রানসিলভানিয়া স্কলারশিপ” নামেই পরিচিত। এখানে আপনাকে ১৭০ ইউরো করে প্রতি মাসে স্টাইপেন দিবে
এছাড়াও অনেক সুযোগ সুবিধা আছে। অন্য একটি পোষ্টে জানানো হবে।তবে ২৩ সালে এই স্কলারশিপের লাস্ট ডেট ছিল ৩০শে এপ্রিল।

জবের সুযোগ সুবিধা কেমন এখানে
শহরটি খুব বেশি বড় নয়। এটি একটি টুরিস্ট প্লেস হিসেবেই পরিচিত
সারাবছরই এখানে টুরিস্টদের আনাগোনা দেখা যায়।জবের ক্ষেত্রে হোটেল এবং রেস্তোরাগুলো সবাই প্রেফার করে।তাছাড়া ফুড ডেলিভারী জবের এখানে বেশ চাহিদা
আজ পর্যন্ত কখনো শুনিনি যে কোনো স্টুডেন্ট সেখানে গিয়ে বেকার আছে
সুতরাং আল্লাহ আপনাকেও রাখবেনা। শুধু কষ্ট করার মন মানষিকতা রাখতে হবে।



লেখকের কিছু কথাঃ লেখাটি সম্পূর্ণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছি।আমি নিজেও একজন রোমানিয়ার ক্যান্ডিডেট।আমার সম্পূর্ন প্রসেস কোনো এজেন্সি ছাড়াই আমি নিজে নিজে করেছি
লেখার কোথাও ভুল বা না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।আশা করছি আমি আপনাদের সকল তথ্য দিয়ে সহযোগীতা করতে পারবো। ধন্যবাদ।
Source: Google and University Website
 



নিচে কিছু গুরুত্বপূর্ন লিংক দেওয়া হলোঃ



Faculty Link:

Tuition Fees Link:

Documents List Link:

My Youtube Channel Link:

Post a Comment

0Comments
Post a Comment (0)