Valahia University of Targoviste
আপনাদের প্রশ্নঃ
১) ভালাহিয়া ইউনিভার্সিটি পড়াশুনার জন্য কেমন?
২) টিউশন ফি কত টাকা?
৩) কি কি সাবজেক্ট আছে? কি কি ফ্যাকাল্টি আছে?
৪) আই এল টি এস ছাড়া কি এখানে আবেদন করা যাবে?
৫) আই এল টি এস ছাড়া কি চান্স পাওয়ার সম্ভাবনা আছে এখানে?
৬) আই এল টি এস ছাড়া আর কি কি ইংলিশ প্রফিসিয়েন্সি তারা একসেপ্ট করে?
৭) ভালাহিয়াতে পড়াশুনা করে কি আমি আমার টিউশন ফি খরচ চালাতে পারবো?
থাকা খাওয়ার খরচ হবে? বাড়িতে কিছু টাকা কি পাঠাতে পারবো?
৮) আবেদন কবে থেকে শুরু
৯) আবেদন ফি কত টাকা। আবেদন ফি পাঠাবো কিভাবে?
১) প্রশ্নের উত্তরঃ
ভালাহিয়াতে পড়াশুনার মান ভালো। আলহামদুলিল্লাহ। সেখানে মরক্কো, আফ্রিকা,
পাকিস্থানি, ইন্ডিয়ান শিক্ষার্থীরা আছে। আমাদের বাংলাদেশীরা ও আছে। এখানের
পড়াশুনা শেষ করে আপনি রোমানিয়াতেই ভালো চাকুরীর সুযোগ পাবেন।
বিগত শিক্ষার্থীগুলো বর্তমানে রোমানিয়া বা অন্য কোনো দেশে ভালো ভালো
পজিশনে চাকুরী করছে। এখানে নিয়মিত ক্লাস পাবেন। অন্যান্য সকল
ইউনিভার্সিটির মতোই এটার নিয়ম-কানুন। রোমানিয়ান লোকালদের সাথে
চলাফেরার সুযোগ পাবেন এখানে। আশা করি আপনার শিক্ষাজীবনের
অনেক কিছু শিখতে পারবেন এই ইউনিভার্সিটি থেকে।
২) প্রশ্নের উত্তরঃ টিউশন ফি কত টাকা?
ভালাহিয়াতে টিউশন ফি নিয়ে বেশি ঝামেলা নেই। এখানে মাত্র ৩ টি ভাগে
বিভক্ত করা আছে। অনার্স, মাস্টার্স আর ডক্টরস ডিগ্রির জন্য আলাদা আলাদা।
তবে ফ্যাকাল্টি ভেদে টিউশন ফি কিছুটা পার্থক্য। আমি সেগুলো নিচে লিখে দিচ্ছি।
প্রথমে বলি অনার্সের / ব্যাচেলরদের এবং মার্স্টার্সের টিউশন ফিঃ
* Preparatory Year Course Tuition Fees of Romanian Language: 23,00 Euros
রোমানিয়ান ভাষায় আপনি অনার্স বা মার্স্টার্স যেটাই করেন না কেনো আপনার
টিউশন ফি কিন্তু ২৩০০ ইউরো। যা বর্তমানে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।
এখন ১ ইউরোতে ১১৭ টাকা
* Social Science , Humanities & Economics = 23,00 Euros (Bachelor, Master’s)
যারা সোশ্যাল সাইন্স, হিউম্যানিটিস এবং ইকোনোমিক্স ফ্যাকাল্টির যে
কোনো একটি সাবজেক্টে পড়তে চান তাহলে আপনাদের দিতে হবে
২৩০০ ইউরো। বিষয়টি আশা করি ক্লিয়ার।
* Technical sciences (Engineering), Agriculture, Sciences,
Mathematics = 2800 Euros
মাস্টার্স কিংবা ব্যাচেলর হউক এই ফ্যাকাল্টিতে যারা পড়বেন
তাদের টিউশন ফি হলো ২৮০০ ইউরো।
* Physical Education and Sport and Music and Arts = 4200 Euros
Doctor’s Programmes এর টিউশন ফিঃ
Doctoral studies: 2,400 Euros for Social sciences, Humanities
and Economics and 2,900 Euros for Technical sciences (Engineering),
Agriculture, Sciences, Mathematics, Physical Education and Sport.