Valahia University of Targoviste Admission Details

Higher Study Romania
0

 





Valahia University of Targoviste


আপনাদের প্রশ্নঃ
১) ভালাহিয়া ইউনিভার্সিটি পড়াশুনার জন্য কেমন?
২) টিউশন ফি কত টাকা?
৩) কি কি সাবজেক্ট আছে? কি কি ফ্যাকাল্টি আছে?
৪) আই এল টি এস ছাড়া কি এখানে আবেদন করা যাবে?
৫) আই এল টি এস ছাড়া কি চান্স পাওয়ার সম্ভাবনা আছে এখানে?
৬) আই এল টি এস ছাড়া আর কি কি ইংলিশ প্রফিসিয়েন্সি তারা একসেপ্ট করে?
৭) ভালাহিয়াতে পড়াশুনা করে কি আমি আমার টিউশন ফি খরচ চালাতে পারবো?
থাকা খাওয়ার খরচ হবে? বাড়িতে কিছু টাকা কি পাঠাতে পারবো?
৮) আবেদন কবে থেকে শুরু
৯) আবেদন ফি কত টাকা। আবেদন ফি পাঠাবো কিভাবে?


১)  প্রশ্নের উত্তরঃ
ভালাহিয়াতে পড়াশুনার মান ভালো। আলহামদুলিল্লাহ। সেখানে মরক্কো, আফ্রিকা,
পাকিস্থানি, ইন্ডিয়ান শিক্ষার্থীরা আছে। আমাদের বাংলাদেশীরা ও আছে। এখানের
পড়াশুনা শেষ করে আপনি রোমানিয়াতেই ভালো চাকুরীর সুযোগ পাবেন।
বিগত শিক্ষার্থীগুলো বর্তমানে রোমানিয়া বা অন্য কোনো দেশে ভালো ভালো
পজিশনে চাকুরী করছে। এখানে নিয়মিত ক্লাস পাবেন। অন্যান্য সকল
ইউনিভার্সিটির মতোই এটার নিয়ম-কানুন। রোমানিয়ান লোকালদের সাথে
চলাফেরার সুযোগ পাবেন এখানে। আশা করি আপনার শিক্ষাজীবনের
অনেক কিছু শিখতে পারবেন এই ইউনিভার্সিটি থেকে।

২) প্রশ্নের উত্তরঃ টিউশন ফি কত টাকা?

ভালাহিয়াতে টিউশন ফি নিয়ে বেশি ঝামেলা নেই। এখানে মাত্র ৩ টি ভাগে
বিভক্ত করা আছে। অনার্স, মাস্টার্স আর ডক্টরস ডিগ্রির জন্য  আলাদা আলাদা।
তবে ফ্যাকাল্টি ভেদে টিউশন ফি কিছুটা পার্থক্য। আমি সেগুলো নিচে লিখে দিচ্ছি।

প্রথমে বলি অনার্সের / ব্যাচেলরদের এবং মার্স্টার্সের টিউশন ফিঃ

* Preparatory Year Course Tuition Fees of Romanian Language: 23,00 Euros
রোমানিয়ান ভাষায় আপনি অনার্স বা মার্স্টার্স যেটাই করেন না কেনো আপনার
টিউশন ফি কিন্তু ২৩০০ ইউরো। যা বর্তমানে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।
এখন ১ ইউরোতে ১১৭ টাকা

* Social Science , Humanities & Economics = 23,00 Euros (Bachelor, Master’s)
যারা সোশ্যাল সাইন্স, হিউম্যানিটিস এবং ইকোনোমিক্স ফ্যাকাল্টির যে
কোনো একটি সাবজেক্টে পড়তে চান তাহলে আপনাদের দিতে হবে
২৩০০ ইউরো। বিষয়টি আশা করি ক্লিয়ার।

* Technical sciences (Engineering), Agriculture, Sciences,
Mathematics = 2800 Euros
মাস্টার্স কিংবা ব্যাচেলর হউক এই ফ্যাকাল্টিতে যারা পড়বেন
তাদের টিউশন ফি হলো ২৮০০ ইউরো।

* Physical Education and Sport and Music and Arts = 4200 Euros

Doctor’s Programmes এর টিউশন ফিঃ
Doctoral studies: 2,400 Euros for Social sciences, Humanities
and Economics and 2,900 Euros for Technical sciences (Engineering),
Agriculture, Sciences, Mathematics, Physical Education and Sport.


৩) প্রশ্নের উত্তরঃ কি কি সাবজেক্ট আছে? কি কি ফ্যাকাল্টি আছে?

ভালাহিয়া ইউনিভার্সিটিতে অনার্স, মাস্টার্স এবং ডক্টরস সব মিলিয়ে ১০ টা
ফ্যাকাল্টি আছে। এই ১০টি ফ্যাকাল্টিতে আবার অনেক গুলো ডিপার্টমেন্ট
রয়েছে বা সাবজেক্ট রয়েছে। প্রায় প্রত্যেকটি ফ্যাকাল্টিতে ৩ থেকে ৪টা
ডিপার্টমেন্ট বা সাবজেক্ট রয়েছে।
ফ্যাকাল্টিঃ
1) Faculty of Economics
2) Faculty of Law and Administrative Science
3) Faculty of Electrical Engineering, Electronics and Information Technology
4) Faculty of Orthodox Theology and Educational Science
5) Faculty of Science and Arts
6) Faculty of Political science, Letter and Communications
7) Faculty of Environmental Engineering and Food Science
8) Faculty of Materials Engineering and Mechanics
9) Faculty of Humanities
10) Faculty of Science and Engineering Alexandria

এই মোট ১০টি ফ্যাকাল্টি আছে এই ইউনিভার্সিটি তে। আপনি এই ফ্যাকাল্টির
লিংক অপশনে গেলেই এই ফ্যাকাল্টিতে কি কি সাবজেক্ট আছে তা পেয়ে যাবেন।
ফ্যাকাল্টির লিংকঃ Valahia all faculty and subject

৪) প্রশ্নের উত্তরঃ আইএলটিএস বা ইংলিশ প্রফিসিয়েন্সি ছাড়া
কি রোমানিয়াতে পড়া যাবে?

এক কথায় যদি বলি অবশ্যই যাবে। কিন্তু আপনাকে পড়তে হবে প্রিপ্রেটরি ইয়ার।
মানে রোমানিয়ান ল্যাংগুয়েজ ভাষা কোর্স যাকে বলে। এখন কথা হলো আপনি
রোমানিয়ান পারেন না, ইংলিশ পারেন, তারা ও বাংলা পারেনা। তাহলে আপনি
কিভাবে ভাষা শিখবেন? আপনাকে তারা কিভাবে শেখাবে? তাদের লেকচার
শুনে তো বুঝবেন না। সুতরাং আপনার এতটুকু ইংলিশ জানা দরকার যার
মাধ্যমে আপনি টিচারদের লেকচার বুঝবেন।
কথা বার্তা চালিয়ে যেতে পারবেন। ওকে?

রোমানিয়ান প্রত্যেকটি ইউনিভার্সিটিতে প্রিপ্রেটরি নামে একটা কোর্স আছে।
আপনি সেটার মাধ্যমে প্রথম ৯ মাস ভাষা শিখবেন। এরপর কি শিখলেন তার
একটা পরীক্ষা দিবেন। ফলাফল যদি বি-ওয়ান (B1) লেভেলের হয়। তাহলে
আপনি পরবর্তী বছরের জন্য পারমিশন পেয়ে গেলেন। মানে
রোমানীয়ান ভাষায় আপনার পছন্দের সাবজেক্টে পড়তে পারবেন।
আশা করি বিষয়টি ক্লিয়ার।



আপনার B1 intermediate or B2 Level from British Council, IELTS 5
Point and Above, TOEFL minimum 70/80 থাকা লাগবে যদি ইংলিশে পড়তে চান।
যারা ইংলিশ মাধ্যমে পড়তে চান তাদের জন্য ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে
আমার আরো ২টা পোষ্ট আছে। কাইন্ডলি সেগুলো পড়ে নিয়েন তাহলে
রোমানিয়ার বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবেনা।


৫) প্রশ্নের উত্তরঃ আই এল টি এস ছাড়া কি চান্স পাওয়ার
সম্ভাবনা আছে এখানে?

আইইএলটিএস ছাড়া প্রায় ২শতাধিক স্টুডেন্ট আছে রোমানিয়াতে।
ইউনিভার্সিটিতে অফার লেটার পাবেন কিন্তু ভিসা আনতে গেলে
এম্বাসিতে আপনার ইংলিশে ইন্টারভিউ দেওয়া লাগবে।
এতটুকু ইংলিশ স্কিল আপনার থাকা লাগবে।



৭) ভালাহিয়াতে পড়াশুনা করে কি আমি আমার টিউশন ফি
খরচ চালাতে পারবো? থাকা খাওয়ার খরচ?

সবথেকে ইম্পর্টএন্ট কোয়েশ্চেন হলো এইটা। কারণ আপনার যেতেই লেগে যাবে প্রায় ৬ লাখ যদি আপনার টিউশন ফি আড়াই লাখের ভিতরে হয়। আর আপনি যেহেতু রোমানিয়া যাচ্ছেন সেহেতু কানাডার স্টুডেন্টদের মতো বাড়ি থেকে টাকা নিয়ে আপনি চলবেন না। অবশ্যই আপনার কিছুএকটা করা লাগবে যেটা দিয়ে টিউশন ফি দিতে পারবেন। খেতে পারবেন, চলতে পারবেন, বাড়িতে পাঠাতে পারবেন। আর বাড়িতে লোনের প্যারা না থাকলে আইফোন ও কিনতে পারবেন।

ভালাহিয়া ইউনিভার্সিটি অবস্থিত হলো টার্গোভিসতে সিটিতে।
কিন্তু আপনি টার্গোভিসতে থাকলে ইনকাম বেশি হবে না। তাই বুদ্ধি করে
বাসা ভাড়া নেওয়া লাগবে বুখারেস্টে। অর্থাত রাজধানীতে। ইনকাম বেশি
কিন্তু খরচ একটু হাই। ইনকাম করলে খরচ কোনো ব্যাপার না।
ভালাহিয়াতে আরো একটি সুযোগ হলো রেগুলার ইউনিভার্সিটি না
গেলেও তাদের থেকে খুব জটিল বা স্ট্রিক্ট কোনো মেইল আসেনা।
তারা ক্লাস না করলেও আপনাকে বাংলেদেশে পাঠিয়ে দিবেনা। ভয় পাওয়ার কিছু নেই।
সপ্তাহে ২ দিন গেলেই এনাফ। বুখারেস্ট সিটি থেকে ভালাহিয়ে ৮০ কিলোমিটার।
ট্রেনে যাবেন আসবেন সময় মাত্র ২ ঘণ্টা। আমার ২+২=৪ ঘণ্টা জার্নি করে কলেজ
করা অভ্যাস আছে। যারা ঢাকায় থাকে তাদের কাছে এইটা পান্তাভাত।
সুতরাং বুখারেস্টে থাকলে রোমানিয়ার সবথেকে হাইরেটেড সিটিতে থাকতে পারবেন
যেখানে প্রচুর অর্থ প্রতিদিন লেনদেন হয়। কষ্ট করলে টাকার অভাব নাই। সপ্তাহে ৪ দিন ফুড
ডেলিভারী বা রেস্টুরেন্টে কাজ করে মাসে ৮০ হাজার পসিবল। যদি আরো
বেশি সময় দিতে পারেন তাহলে আরো বেশি হবে। রিজিকের মালিক আল্লাহ।
আর সামার ভ্যাকেশন থাকবেন ৩ মাস। এই ৩ মাসে ৫ লাখ যে কেউ ইনকাম করে।

৮) আবেদন কবে থেকে শুরু?
২০২২ সালে মার্চের ১ তারিখ থেকে শুরু হয়েছিল , আর সীট শেষ না হওয়া
পর্যন্ত চলছিল। আনুমানিক জুন মাস লাস্ট ছিল। ২০২৩ সালেও সেম ভাবে চলছে।
তবে ২৩ সালে খুব দ্রুত সীট শেষ হয়ে যাবে। জুন পর্যন্ত যাবে না মনে হচ্ছে।
যারা আবেদন করতে চান তারা মার্চের ভিতরেই আবেদন শেষ করবেন।

৯) আবেদন ফি কত টাকা। আবেদন ফি পাঠাবো কিভাবে?

আবেদন ফি- আছে ৫০ ইউরো। ২০২২/২৩ সালে ৫০ আছে। পরে বাড়লে
জানিয়ে দিবো। ৫০ ইউরো বাংলাদেশি টাকা কত আসে তা আপনি আজকের
রেটের সাথে হিসাব করেন। আজকের রেট ১ ইউরো = ১১৭ টাকা । 

আবেদন ফি পাঠানোর জন্য নির্দিষ্ট গাইডলাইন নিয়ে আলাদা একটা
পোষ্ট করবো তবে আপাতত.......
১) রোমানিয়ায় কেউ পরিচিত থাকলে
২) ওয়াইজ এপসের মাধ্যমে
৩) ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যেম
৪) ব্যাংক থেকে ব্যাংক ট্রান্সফার (খরচ বেশি)

ভালাহিয়া ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল এডমিশন কাউন্সিলর এর সাথে আমার একটি অনালাইন আলোচনা দেখতে click here

লেখকের কিছু কথাঃ লেখাটি সম্পূর্ণ আমার বাস্তব অভিজ্ঞতা
থেকে লিখেছি। আমি নিজেও একজন রোমানিয়ার ক্যান্ডিডেট।
আমার সম্পূর্ন প্রসেস কোনো এজেন্সি ছাড়াই আমি নিজে নিজে করছি।
লেখার কোথাও ভুল বা না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আশা করছি আমি আপনাদের সকল তথ্য দিয়ে সহযোগীতা করতে পারবো।
আজকের লেখাটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।
Source : University Website & Google Research


Post a Comment

0Comments
Post a Comment (0)