Alexandru Ioan Cuza University of Iasi Documents List for Bachelor, Master's

Higher Study Romania
0

 





Alexandru Ioan Cuza University of Iași (Public)
Application Timeline : 15th March 2023 - 31st July 2023


আপনাদের প্রশ্নঃ

১) ইউনিভার্সিটি টি কেমন?
২)পড়াশুনার মান কেমন?
৩) এখানে আবেদন করতে কত টাকা লাগবে?
৪) এখানে কি প্রিপ্রেটরি ইয়ারে পড়া যাবে?
৫) কি কি ডকুমেন্টস লাগবে এখানে আবেদন করতে?
৬) ২০২৩ সালে আবেদনের সময়সীমা কত তারিখ থেকে কত তারিখ?
৭) টিউশনি কত টাকা?
৮) কি কি ফ্যাকাল্টি আছে এই ইউনিভার্সিটিতে?
৯) আবেদন ফি পাঠাবো কিভাবে?
১০) সাইন্সের স্টুডেন্টরা কি আর্টসের সাবজেক্টে পড়তে পারবে?


আজ আপনাদের সাথে শেয়ার করবো Alexandru Ioan Cuza Universtiy of Iasi নিয়ে।
ইউনিভার্সিটিটি অবস্থিত ইয়াসি শহরে। এটি রোমানিয়ার ওল্ডেস্ট একটি সিটি। হেরিটেজে ভরপুর এই শহর। মূলত এটার জন্যই বিখ্যাত রোমানিয়ার এই ইয়াসি শহরটি। তাছাড়া নাম করা ২টি ইউনিভার্সিটি ও রয়েছে এই ওল্ডেস্ট শহরে। ক্যামেরুন, ম্যাক্সিকো, ইন্দোনেশিয়া, পাকিস্তানি শিক্ষার্থীদের এখানে আনাগোনা বেশি। এছাড়াও লোকাল শিক্ষার্থীতো আছেই।

আপনি এই ইউনিভার্সিটিতে ব্যাচেলর, মাস্টার্স এবং ডক্টরেট পিএইচডি করতে পারবেন। জীবনযাত্রার মান মোটামুটি। রাজধানীর মত এখানে হবেনা এটা নরমাল ব্যাপার। কারণ এটি রাজধানী বুখারেস্ট থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে। এখানে লিভিং কস্টিং একোমোডেশন খুবই কম।

আপনি এই ইউনিভার্সিটিতে পড়তে পারবেন কয়েকটি উপায়ে।

১) ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দিয়ে (IELTS: 5.5 / TOEFL-60+)
২) MOI (Medium of Instruction) যারা ইংলিশ ভাষার মাধ্যমে পড়াশুনা করেছেন মিনিমাম বিগত ৪ বছর।
৩) রোমানিয়ান ভাষা জানা থাকলে তার সার্টিফিকেট দিয়ে আবেদন করবেন। একটি ইন্টারভিউ দিবেন। পাস করলে আপনি রোমানিয়ান ভাষার মাধ্যমে পড়তে পারবেন।
৪) রোমানিয়ান ভাষা যদি আপনার জানা না থাকে তাহলে আপনাকে এডমিশন নিতে হবে প্রিপ্রেটরি ইয়ারে। এখানে রোমানিয়ান ভাষা শেখাবে ২টা সেমিস্টারে। ১ বছর বা ৮ মাস পরে পরীক্ষা হবে। পাস করলে আপনি আপনার পছন্দের যে কোনো সাবজেক্টে যোগ্যতা অনুযায়ী এডমিশন নিতে পারবেন।
৫) ফ্রেন্স ভাষায় পড়তে পারবেন।

প্রশ্নঃ  অনার্স/ব্যাচেলর এর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন?

UNDERGRADUATE STUDIES: BACHELOR (3 years) / THE PREPARATORY YEAR OF ROMANIAN LANGUAGE FOLLOWED BY BACHELOR STUDIES

Documents required:

1. The proof of payment of the file processing fee of 100 Euros, with the mention of the candidate’s full name (as specified in the passport)  আপনার আবেদন ফি পাঠাতে হবে ১০০ ইউরো। তার একটি রিসিড প্রমান হিসেবে তাদের মেইল করতে হবে। আবেদন ফি পাঠানো সময় রেফারেন্সে লিখে দিবেন (rubel khan application fees Bangladesh)

2. One application form duly filled in, with photo এখানে আপনার আবেদন ফরম পূরণ করে দিতে হবে। সাথে আপনার সাদা কালো ব্যাকগ্রাউন্ড এর ফটো এড করতে হবে। আপনি যদি না জানেন কিভাবে আবেদন ফরম পূরণ করতে হয় তাহলে আপনি এই ভিডিওটি দেখে নিয়েন।  click here

3. Copy of the document certifying the permanent residence in the home country আপনার জাতীয় পরিচয়পত্রের ইংলিশ কপি, যেটা নোটা করা, সেইটা সাবমিট করতে হবে।
নোটঃ কিভাবে নোটারী করবেন না জানলে ভিডিওটি দেখুনঃ click here

4. High School Graduation Diploma (Baccalaureate) and the Academic Transcript for the high school studies – certified copies* আপনার এইচ এস সি এর মার্কশীট এবং সার্টিফিকেট

5. Certificate attesting promotion of the Baccalaureate Exam for graduates of the current calendar year – certified copy বর্তমান ক্যালেন্ডার বছরের স্নাতকদের জন্য স্নাতক পরীক্ষার প্রচারের সার্টিফিকেট সত্যায়িত - প্রত্যয়িত অনুলিপি

6. Birth certificate আপনার জন্মনিবন্ধন ইংলিশ কপি এবং নোটারী করা হতে হবে। click here


7. Valid passport - copy আপনার পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে মিনিমাম ২ মাস

8. Medical certificate (in an international language) to prove that the candidate does not suffer from infectious diseases or other illnesses that are incompatible with the future profession আপনার সদ্য করা মেডিকেল সার্টিফিকেট। ৬ মাস বেশি হলে একসেপ্ট করবেনা।
নোটঃ মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে জানতে কন্টাক্ট করুন আমার মেসেঞ্জার গ্রুপে।

9. Language certificate. *certified copies of documents in Romanian/English/French, respectively certified authorized translations in English of documents in other languages Students who apply for recognition of partial studies ইংলিশে পড়লে প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দিবেন। ইংলিশে না পড়লে রোমানিয়ান ভাষার সার্টিফিকেট থাকলে সেটা দিবেন। সেইটা না থাকলে আপনি যদি রোমানিয়ান ভাষায় পড়তে চান তাহলেও ইংলিশ সার্টিফিকেট কিছু একটা দিতে পারেন বা ইংলিশ স্পিকিং কোর্স করেছিলেন তার একটা সার্টিফিকেট দিতে পারেন। দিলে আপনি এডভান্টেজ পাবেন। কারণ রোমানিয়ান ভাষা যে আপনি শিখবেন, শেখানোর লেকচার ভাষা থাকবে ইংলিশ। ইংলিশ একেবারেই না জানলে তো আপনি রোমানিয়ান শিখতে পারবেন না।  ব্যাচেলর এর ডকুমেন্টস লিস্ট শেষ। এগুলো হলেই হবে।






প্রশ্নঃ  প্রিপ্রেটরি ইয়ারে পড়তে মাস্টার্সের জন্য কি কি ডকুমেন্টস লাগবে?

POSTGRADUATE STUDIES: MASTER (2 years) / THE PREPARATORY YEAR OF ROMANIAN LANGUAGE FOLLOWED BY MASTER STUDIES

Documents required:

1. The proof of payment of the file processing fee of 100 Euros, with the mention of the candidate’s full name (as specified in the passport)
১) আপনার আবেদন ফি পাঠাতে হবে ১০০ ইউরো। তার একটি রিসিড প্রমান হিসেবে তাদের মেইল করতে হবে। আবেদন ফি পাঠানো সময় রেফারেন্সে লিখে দিবেন (rubel khan application fees Bangladesh)
নোটঃ যারা আবেদন ফি পাঠাতে পারছেন না তারা আমার মেসেঞ্জার গ্রুপে এড হয়ে যান। এই সাপোর্টটি আশা করি পাবেন। তাছাড়া সকল ইনফরমেশন তো আছে।

2. One application form duly filled in, with photo
২) এখানে আপনার আবেদন ফরম পূরণ করে দিতে হবে। সাথে আপনার সাদা কালো ব্যাকগ্রাউন্ড এর ফটো এড করতে হবে। আপনি যদি না জানেন কিভাবে আবেদন ফরম পূরণ করতে হয় তাহলে আপনি এই ভিডিওটি দেখে নিয়েন।  click here

3. Copy of the document certifying the permanent residence in the home country
৩) আপনার জাতীয় পরিচয়পত্রের ইংলিশ কপি, যেটা নোটা করা, সেইটা সাবমিট করতে হবে।
নোটঃ কিভাবে নোটারী করবেন না জানলে ভিডিওটি দেখুনঃ click here

4. High School Graduation Diploma (Baccalaureate) and the Academic Transcript for the high school studies – certified copies*
৪) আপনার এইচ এস সি এর মার্কশীট এবং সার্টিফিকেট

5. Graduation Diploma for Bachelor studies + Academic Transcript/Diploma Supplement for BA/BSc studies – certified copies
৫) আপনার ব্যাচেলর/ অনার্সের মার্কশীট এবং সার্টিফিকেট

6. Birth certificate – click here
৬) আপনার জন্মনিবন্ধন ইংলিশ কপি এবং নোটারী করা হতে হবে।


7. Valid passport
৭) আপনার পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে মিনিমাম ২ মাস

8. Medical certificate (in an international language) to prove that the candidate does not suffer from infectious diseases or other illnesses that are incompatible with the future profession
৮) আপনার সদ্য করা মেডিকেল সার্টিফিকেট। ৬ মাস বেশি হলে একসেপ্ট করবেনা।
নোটঃ মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে জানতে কন্টাক্ট করুন আমার মেসেঞ্জার গ্রুপে।

9. Language certificate. *certified copies of documents in Romanian/English/French, respectively certified authorized translations in English of documents in other languages
৯) ইংলিশে পড়লে প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দিবেন। ইংলিশে না পড়লে রোমানিয়ান ভাষার সার্টিফিকেট থাকলে সেটা দিবেন। সেইটা না থাকলে আপনি যদি রোমানিয়ান ভাষায় পড়তে চান তাহলেও ইংলিশ সার্টিফিকেট কিছু একটা দিতে পারেন বা ইংলিশ স্পিকিং কোর্স করেছিলেন তার একটা সার্টিফিকেট দিতে পারেন। দিলে আপনি এডভান্টেজ পাবেন। কারণ রোমানিয়ান ভাষা যে আপনি শিখবেন, শেখানোর লেকচার ভাষা থাকবে ইংলিশ। ইংলিশ একেবারেই না জানলে তো আপনি রোমানিয়ান শিখতে পারবেন না।  মাস্টার্স এর ডকুমেন্টস লিস্ট শেষ। এগুলো হলেই হবে।



প্রশ্নঃ  ডক্টরেট এর জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন?

POSTGRADUATE STUDIES: DOCTORATE (3 years) / THE PREPARATORY YEAR OF ROMANIAN LANGUAGE FOLLOWED BY DOCTORAL STUDIES

Documents required:

1. The proof of payment of the file processing fee of 100 Euros,
    with the mention of -candidate’s full name (as specified in the passport)
2. One application form duly filled in, with photo
3. Written consent from a potential doctoral supervisor
4. Copy of the document certifying the permanent residence in the home country
5. High School Graduation Diploma and the Academic Transcript for the high school
6. Graduation Diploma (University BA/BSc Degree) - certified copy
7. Postgraduate Diploma (Master Degree)
8. Certificate attesting promotion of the Bachelor Graduation Exam for graduates of the
9. Academic Transcripts/Diploma Supplements for completed studies (Baccalaureate, BA/BSc, Master)
10. Birth Certificate
11. Marriage Certificate or any other document certifying change of name (if applicable)
12. Valid passport
13. Medical certificate (in an international language) to prove that the candidate does not suffer from infectious diseases or other illnesses that are incompatible with the future profession
14. Language Certificate
15. Curriculum vitae
16. List of published scientific papers


VERY IMPORTANT:  The application files may be send by e-mail to the following address: gabriela.bargaoanu@uaic.ro  এই ইমেইলে ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে পারবেন। তথ্যসূত্রঃ ইউনিভার্স্টি ওয়েবসাইট

Application deadlines:  Preparatory Year of Romanian language, Bachelor and Master candidates : 31 July, 2023  PhD candidates have to pass the examination organized at the beginning of September and need to obtain the Letter of Acceptance to studies before September 1st, 2023, from the Romanian Ministry of Education (ME). Files submitted at a later date will not be processed. 


Further information is available at Alexandru Ioan Cuza University of Iași, International Relations Office, tel. +40 232 201022, e-mail gabriela.bargaoanu@uaic.ro.

নোটঃ যে সকল প্রশ্নের উত্তর পাননি সেগুলো পরবর্তী ব্লগে জানিয়ে দিবো। নিয়মিত আমার লেখাগুলো পড়ুন, আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন। কোনো এজেন্সির নিকটে আপনার যাওয়ার প্রয়োজন নেই। কি কি ইনফরমেশন আপনার প্রইয়োজন, কাইন্ডলি কমেন্ট করে জানাবেন।
লেখকের কিছু কথাঃ লেখাটি সম্পূর্ণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছি। আমি নিজেও একজন রোমানিয়ার ক্যান্ডিডেট। আমার সম্পূর্ন প্রসেস কোনো এজেন্সি ছাড়াই আমি নিজে নিজে করেছি। লেখার কোথাও ভুল বা না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করছি আমি আপনাদের সকল তথ্য দিয়ে সহযোগীতা করতে পারবো। ধন্যবাদ।
Source: Google and University Website



Post a Comment

0Comments
Post a Comment (0)