Alba Iulia University Faculty, Tuition Fees and Documents

Higher Study Romania
0

FOR BANGLA READER



আলবা ইউলিয়া ইউনিভার্সিটি নিয়ে আপনাদের প্রশ্নঃ

১) আবেদন কবে থেকে শুরু?
২) কি কি সাবজেক্ট আছে?
৩) টিউশন ফি কত টাকা প্রতি বছরে?
৪) প্রিপ্রেটরি ইয়ার কি আছে এই ইউনিভার্সিটিতে?
৫) আবেদন ফি কত টাকা এবং পাঠাবো কি করে?
৬) আলবা সিটিতে জবের সুবিধা কেমন?
৭) কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করতে?

আসসালামু ওয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে কথা বলবো আলবা ইউলিয়া ইউনিভার্সিটি নিয়ে। এই ইউনিভার্সিটির সম্পূর্ণ নামটি হলো Universitatea „1 Decembrie 1918” din Alba Iulia. আপনারা অনেকেই সময়মতো ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন নাই। যেমনঃ বুখারেস্ট ইউনিভার্সিটি এবং বেবিস বলাই ইউনিভার্সিটি হলো হাই ডিমান্ড ইউনিভার্সিটি। এখানে অনেকেই আবেদন করতে ভরসা বা সাহস পাইনা। দ্বিধাদন্ধে থাকতে থাকতে আবেদন শুরু হয়েছে ১ মাস হয়ে গেলো। সুতরাং এই মুহুর্তে এই সকল ইউনিভার্সিটিতে আবেদন না করাই ভালো।

মূলত আপনি যদি সিরিয়াসলি পড়াশুনা করতে চান। উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান তাহলে রোমানিয়া আপনার জন্য বেটার অপশন। একেবারে ফেলে দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে ইউনিভার্সিটি অব বুখারেস্ট, বেবিস বলাই, ট্রান্সিলভানিয়া ইউনিভার্সিটি চয়েজ করতে হবে। বাকি যেগুলো আছে সেগুলো ও অনেক ভালো।

আর আপনি যদি চান ইউরোপে যাবেন। টাকা ইনকাম করবেন। পড়াশুনা মেইন ফ্যাক্ট না। তাহলে তো আপনার জন্য রোমানিয়াই বেস্ট। কারণ যেতে পারবেন অল্প খরচে। ইংলিশ প্রফিসিয়েন্সি লাগছেনা। আবার ইনকাম করবেন বেশি। সব মিলিয়ে এই মূহুর্তে রোমানিয়া বেস্ট। আবার ২৪ সালের মধ্যে রোমানিয়া হয়তো সেনজেনভুক্ত দেশ হবে। তখন তো ভাই ইংলিশ ছাড়া যেতেই পারবেন না। আর এই ৬ লাখে তখন ভিসা হবে না। ১০ লাখ ধরে রাখেন। সুতরাং ২০২৩ সালে যারা রোমানিয়া যেতে পারবে তাদের জন্য আশা করি সামনে ভালো দিন আছে।

১নং প্রশ্নঃ আবেদন কবে থেকে শুরু?

উত্তরঃ আজ ১৬ই মে ২০২৩। আবেদন শুরু হবে আগামী মাসের ১ তারিখ। অর্থ্যাত ১লা জুন ২০২৩

২নং প্রশ্নঃ কি কি সাবজেক্ট আছে?

উত্তরঃ বলতে গেলে সকল সাবজেক্টই আছে এখানে। ব্যাচেলর, মাস্টার্স এর জন্য অনেক ভালো ভালো সাবজেক্ট আছে আলবা ইউলিয়া ইউনিভার্সিটিতে। এতোগুলো সাবজেক্ট এখানে লিখতে চাইছিনা। তবুও কিছু কিছু সাবজেক্ট আপনি দেখে রাখেন।

ফ্যাকাল্টিঃ The Faculty of History, Letters and Education
ফিল্ড অব স্ট্যাডি / সাবজেক্ট / মেজরঃ

  1. Regional identities in Central and Eastern Europe
  2. The research, conservation, and capitalization of the historical heritage
  3. English Language, Literature and Culture in the European Context
  4. Educational Management
  5. Psycho-Pedagogy of Early and Primary Teacher Education

ফ্যাকাল্টিঃ The Faculty of Economics
ফিল্ড অব স্ট্যাডি / সাবজেক্ট / মেজরঃ

  1. Audit and Control of Companies
  2. Accounting Information System in Management Decision Making
  3. Administration of Sustainable Regional Development
  4. Business Administration in Trade, Tourism and Services
  5. MBA – Master in Business administration (in English)
  6. Tax Law and Financial Management
  7. Banks, Insurance and Financial Markets
  8. Marketing and Sales Promotion

ফ্যাকাল্টিঃ The Faculty of Informatics and Engineering
ফিল্ড অব স্ট্যাডি / সাবজেক্ট / মেজরঃ

  1. Information Systems in Surveying and Property Management
  2. Advanced Programming and Databases
  3. Evaluation, Monitoring and Environmental Audit
  4. Advanced Intelligent Electronic Systems

ফ্যাকাল্টিঃThe Faculty of Law and Social Sciences
ফিল্ড অব স্ট্যাডি / সাবজেক্ট / মেজরঃ

  1. Private Law Institutions
  2. Criminal Sciences and Criminology
  3. Managerial Assistance in the Public and Private Sectors
  4. The Planning and Management of Social and Health Services
  5. Human Resources Development and Management
এই সাবজেক্টগুলো ব্যাচেলর এবং মাস্টার্সের এভেইলএভেল। এছাড়াও আরো অনেক সাবজেক্ট আছে। আপনারা নিজে একটু খুজে নিয়েন ওয়েবসাইট থেকে। আমি লিংক দিয়ে দিবো।


৩ নং প্রশ্নঃ টিউশন ফি কত টাকা প্রতি বছরে?
এখানে আপনার টিউশন ফি ডিপেন্ড করে ফ্যাক্যাল্টির উপরে। তারপরেও আমি ব্যাসিক ধারনা দিয়ে দিচ্ছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন।
*যদি প্রিপ্রেটরি ইয়ারের কথা বলি তাহলে অনার্স মাস্টার্স ২টার জন্য ১৯৮০ ইউরো করে। যা বাংলাদেশি টাকায় বর্তমানে ২ লাখ ৩১ হাজার। আজকের ইউরো রেট হিসাব করে বললাম। এই ১৯৮০ ইউরো আপনাকে অফার লেটার পাওয়ার পরপরই সেন্ড করতে হবে স্টুডেন্ট ফাইল এর মাধ্যেম। তারপরে আপনি এম্বাসি ফেস করবেন।
* যারা মেইন প্রোগ্রামে পড়াশুনা করবে বা ইংলিশ প্রোগ্রামে তাদের টিউশন ফি টা একটু বেশি। ২২০০/২৩০০ ইউরো হতে পারে। ফ্যাক্যাল্টি ভেদে পার্থক্য আছে। আপনার এই লিংকে গিয়ে ফ্যাকাল্টির ওপর ক্লিক করলে নিচে লেখা পাবেন টিউশন ফি। এই লিংক নরমাল ডাটা দিয়ে ওপেন না হলে ভিপিএন ইউজ করতে পারেন। Tuition Fees link: http://relint.uab.ro/index.php?pagina=pg&id=19&l=en

৫ নং প্রশ্নঃ আবেদন ফি কত টাকা?

এই ইউনিভার্সিটিতে আবেদন ফি আছে ৫০ ইউরো। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে দেখলাম ৫০ ইউরো করে হয় রোমানিয়াতে। আপনি এই ৫০ ইউরো তাদের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দিবেন। পেমেন্ট স্লিপ পাবেন। সেটা পিডিএফ ফাইল করে আপনার সকল ডকুমেন্টস এর সাথে এটাচ করে পেমেন্ট স্লিপটাও পাঠিয়ে দিবেন প্রমানসহ।


আবেদন ফি পাঠাবেন কি করে?
আবেদন ফি পাঠানোর কয়েকটি প্রসেস আপনাদের জানিয়ে দেয়।
১) রোমানিয়াতে কেউ থাকলে তার মাধ্যমে
২) আমেরিকা কেউ থাকলে তার মাধ্যমে
৩) বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে। তবে ৫০ ইউরো পাঠাতে আপনার ১০০ ইউরো বা ১১০ ইউরো সমপরিমান টাকা খরচ হবে।
৪) ওয়াইজ একাউন্টের মাধ্যমে। এখানে ডলার পাঠালে খরচ কম কিন্তু ইউরোতে কনভার্ট হতে আরো ১০০ ডলার কাটবে।
৫) আর কোনো উপায় আমার জানা নেই।

নোটঃ আপনার যদি পাঠাতে একান্তই সমস্যা হয়। তাহলে আমার মেসেঞ্জার গ্রুপে এড হয়ে আমাকে জানাতে পারেন। আমি আমার এই গ্রুপের অনেকের গুলো পাঠিয়েছি আমার বন্ধুর মাধ্যমে। সে রোমানিয়াতেই থাকে। তবে এক্ষেত্রে ডলার বা ইউরোর রেট সবসময় উঠানামা করায় আমি এখানে সঠিক ভাবে লিখছি না।

৬ নং প্রশ্নঃ আলবা সিটিতে জবের সুবিধা কেমন?

এটা সকলের জন্য কমন প্রশ্ন। আলবা সিটি একেবারে খারাপ না। ইউটিউব করে দেখে নিয়েন। ফুড ডেলিভারী জব তো পাবেন ই। রেস্টুরেন্টেও পাবেন জব। তাছাড়া বেশি টাকা ইনকাম করতে চাইলে ক্লুজ নাপোকা সিটিতে থাকবেন। আলবা থেকে ৯০ কিলোমিটার দূরে। নাপোকা সিটি থেকে এসে ক্লাস করবেন। অনেকেই তো বুখারেস্টে থেকে ভালাহিয়াতে ক্লাস করে। তাদের যাতায়ত ব্যবস্থা ভালো। সপ্তাহে ২দিন ক্লাসে আসলেই এনাফ।


৭ নং প্রশ্নঃ কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করতে ?

The application file contains the following documents for Master's and Bachelor
a) Birth certificate - copy and legalized translation
b) The document certifying the permanent domicile abroad – ID card
c) Passport valid at least 6 months after the date when the letter of acceptance to studies is issued
d) Application for the issuance of the letter of acceptance to studies, provided in ANNEX 2;
e) Legalized translation of the Baccalaureate diploma or its equivalent, authenticated by the competent authorities of the issuing country
f) Legalized translation of the certificate attesting the promotion of the baccalaureate exam for the graduates of the current year
g) Transcript of records - legalized translations, related to the studies performed
h) The medical certificate (in a language of international circulation) attesting that the person to be enrolled in the studies is clinically healthy and does not suffer from contagious diseases or other diseases incompatible with the future profession and also mentioned personal history of chronic diseases.

লেখকের কিছু কথাঃ লেখাটি সম্পূর্ণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছি।আমার মনে হয়না বাংলা ভাষায় লেখা উচ্চশিক্ষা নিয়ে এমন কন্টেন্ট কেউ আগে লিখেছে।কন্টেট লেখাটি যদি আপনার পছন্দ হয়, আপনি একটুও উপকার পেয়ে থাকেন তাহলে বলবো আপনি আপনার উচ্চশিক্ষায় পড়তে চায় এমন বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিবেন।



আপনাদের সাড়া পেলে আমি আরো ইনফরমেটিভ কনটেন্ট লিখবো ইনশাআল্লাহ।আমি নিজেও একজন রোমানিয়ার ক্যান্ডিডেট।আমার সম্পূর্ন প্রসেস কোনো এজেন্সি ছাড়াই আমি নিজে নিজে করেছি।লেখার কোথাও ভুল বা না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।আশা করছি আমি আপনাদের সকল তথ্য দিয়ে সহযোগীতা করতে পারবো।লেখাটি এখানে শেষ করছি। ধন্যবাদ।

Source: Website & Google


Important Link For You

1. Alba Iulia University Link

2. Faculty Link

3. Tuition Fees Link 

4. Application Portal Link

5. premier bank student file

6. NRBC BANK STUDENT FILE

7. BANKstatement youtube video

8. TIN certificate Registration

9. Trade License Registration

পরবর্তী পোষ্ট

স্পনরশীপ কাকে দিবো?
স্পনশীপের ডকুমেন্টস?
স্টুডেন্ট ফাইল চার্য?
টিউশন ফি পাঠানো?
লিভিং কস্টিং পাঠানো?
ইন্সুরেন্স


FOR  "ENGLISH"  READER


Your questions about Alba Iulia University




1. When does the application start?
2. What are the subjects?
3. How much is the tuition fee per year?
4. Is there a preparatory year in this university?
5. How much is the application fee and how to send it?
6. What are the job benefits in Alba City?

Assalamu Alaikum.I Hope everyone is well. Today I will talk to you about Alba Iulia University. The full name of this university is Universitatea ``1 Decembrie 1918” din Alba Iulia. Many of you could not apply to the university on time. For example, the University of Bucharest and the University of Babes Balai are high demand universities. Many people here do not have the confidence or courage to apply. It's been 1 month since the application started while in doubt. So it is better not to apply to these universities at this point.

Basically if you want to study seriously. Romania is a better option for you if you want to be educated in higher education. Can't throw it away. In that case, you have to choose University of Bucharest, Băcești, Transylvania University. The rest are very good.

And if you want to go to Europe & Earn money. Education is not the main fact. Then Romania is the best for you. Because you can go at a low cost. English proficiency is not required. You will earn more. All in all, Romania is the best at the moment. Romania may be a Schengen country within 2024.
After that my brother you can't go without English. And there will be no visa for this 6 lakh. 10 lakh would be minimum. So for those who can make it to Romania in 2023, I hope there are better days ahead.

Question 1: When does the application start?

Answer: Today is 16th May 2023. Application will start on 1st of next month. ie 1st June 2023

Question 2: What are the subjects?

Answer: In other words, all the subjects are here. Alba Iulia University has many good subjects for Bachelors, Masters. I don't want to write so many subjects here. However, you keep looking at some
subjects.

Faculty: The Faculty of History, Letters and Education
Field of Study / Subject / Major:

  1. Regional identities in Central and Eastern Europe
  2. The research, conservation, and capitalization of the historical heritage
  3. English Language, Literature and Culture in the European Context
  4. Educational Management
  5. Psycho-Pedagogy of Early and Primary Teacher Education

Faculty: The Faculty of Economics
Field of Study / Subject / Major:

  1. Audit and Control of Companies
  2. Accounting Information System in Management Decision Making
  3. Administration of Sustainable Regional Development
  4. Business Administration in Trade, Tourism and Services
  5. MBA – Master in Business Administration (in English)
  6. Tax Law and Financial Management
  7. Banks, Insurance and Financial Markets
  8. Marketing and Sales Promotion


Faculty: The Faculty of Informatics and Engineering
Field of Study / Subject / Major:

Information Systems in Surveying and Property Management
Advanced Programming and Databases
Evaluation, Monitoring and Environmental Audit
Advanced Intelligent Electronic Systems


Faculty: The Faculty of Law and Social Sciences
Field of Study / Subject / Major:
Private Law Institutions
Criminal Sciences and Criminology
Managerial Assistance in the Public and Private Sectors
The Planning and Management of Social and Health Services
Human Resources Development and Management

These subjects are available at Bachelor's and Master's level. There are also many other subjects. You can find it yourself from the website. I will provide the link.

Question 3: How much is the tuition fee per year?

Here your tuition fee depends on the faculty. Even then I give the basic idea. I am giving it so that you can easily understand.
If we talk about Preparatory year then Honors Masters is 1980 euro for 2 hours. Which is currently 2 lakh 31 thousand in Bangladeshi Taka. I calculated today's euro rate. This 1980 euro should be sent through the student file immediately after receiving the offer letter. Then you face the embassy.

*Those who will study in main program or English program their tuition fee is a little higher. 2200/2300 euros maybe. There are differences from faculty to faculty. If you go to this link and click on the faculty, you will get the tuition fee written below. If this link does not open with normal data, you can use VPN. Tuition Fees link: http://relint.uab.ro/index.php?pagina=pg&id=19&l=en

Question 5: How much is the application fee?

This university has an application fee of 50 euros. I saw in Maximum University that 50 Euros is in Romania. You will send this 50 euros to their bank account. Get payment slip. File it in PDF file and attach it with all your documents and send the payment slip with proof.
How to send the application fee?

Here are some processes to send the application fee.

1) Through someone in Romania
2) America through anyone
3) Through different banks of Bangladesh. But sending 50 euros will cost you 100 euros or 110 euros.
4) Through Wise Account. If you send dollars here, the cost is less, but it will cost you 100 more dollars to convert to Euro.
5) I don't know any other way.

Note: If you are having trouble sending. Then you can add to my messenger group and let me know. I have sent many of my group members through my friend. He lives in Romania. But in this case, the rate of dollar or euro is always rising, so I am not writing correctly here.

Question 6: How are the job opportunities in Alba City?

This is a common question for everyone. Alba City is not bad at all. Check it out on YouTube. You will get a food delivery job. You will also get a job in a restaurant. Moreover, if you want to earn more money, Cluj Napoca City. 90 km from Alba. Will come from Napoca City to take classes. Many take classes from Bucharest to Vallahia. Their transportation system is good. 2 days a week in class is really enough.

Question 7: What documents are required to apply?

The application file contains the following documents for Master's and Bachelor

a) Birth certificate - copy and legalized translation
b) The document certifying the permanent domicile abroad – ID card
c) Passport valid at least 6 months after the date when the letter of acceptance to studies is issued
d) Application for the issuance of the letter of acceptance to studies, provided in ANNEX 2;
e) Legalized translation of the Baccalaureate diploma or its equivalent, authenticated by the competent authorities of the issuing country
f) Legalized translation of the certificate attesting the promotion of the baccalaureate exam for the graduates of the current year
g) Transcript of records - legalized translations, related to the studies performed
h) The medical certificate (in a language of international circulation) attesting that the person to be enrolled in the studies is clinically healthy and does not suffer from contagious diseases or other diseases incompatible with the future profession and also mentioned personal history of chronic diseases
.

Some words of the Author: I have written the article completely from my real experience. I don't think anyone has written such content about higher education written in Bengali before. If you like content writing, you get even a little benefit, then I say you will share it with your group of friends who want to study in higher education.
If I get your response, I will write more informative content inshallah. I myself am a Romanian candidate. My entire process was done by myself without any agency. If you don't understand any mistakes in writing, please comment. Hope I can help you with all the information. I am ending the article here. Thank you
Content Source: University Website & Google

Important Link For You

1. Alba Iulia University Link
2. Faculty Link
3. Tuition Fees Link 
4. Application Portal Link
5. premier bank student file
6. NRBC BANK STUDENT FILE
7. BANKstatement youtube video
8. TIN certificate Registration
9. Trade License Registration


Next Post

  1. Who will give sponsorship?
  2. Sponsorship documents?
  3. Student files forage?
  4. Tuition fees sent?
  5. Sending living costs?
  6. Insurance


Post a Comment

0Comments
Post a Comment (0)