Valahia University Document's List for Application

Higher Study Romania
0




 VALAHIA UNIVERSITY OF TARGOVISTE

এই পোষ্টটিতে বলা হয়েছে, "ভালাহিয়া ইউনিভার্সিটি অব টার্গোভিসতে" ইউনিভার্সিটিতে মাস্টার্স এর জন্য আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে।

Enrollment for admission to master’s degree studies


নিচের তথ্যগুলো নেওয়া হয়েছে ভালাহিয়া ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে। আমি আপনাদের সুবিধার জন্য শুধু অনুবাদ করে দিয়েছি সহজ ভাষায় যেনো আপনারা বুঝতে পারেন কোন অপশনে কি ডকুমেন্টস চাওয়া হয়েছে।

Graduates with a bachelor’s degree or equivalent with a similar duration to the corresponding specialization in Romania may apply for admission to the second cycle of master’s university studies, provided that the first cycle and second cycle of university studies accrue a minimum of 300 ECTS.

The master’s university studies last between one and two years and are completed with the presentation and defense of a dissertation and the awarding of a master’s degree.

The following items must be included in the application file:

a. The Letter of Acceptance to Study application must include a photograph in the prescribed format and all required fields must be filled out (pdf);
#আবেদন ফরম ফিলাপ করে দিতে হবে

b. The Baccalaureate Diploma or its equivalent – legalized copy and translation (English or French as applicable, with the Hague apostille) and authenticated by the relevant authorities in the issuing country – which permits the applicant access to the respective form of education;
#এইস এস সি বা সমমান বা ডিপ্লোমা সার্টিফিকেট

c.  The transcript (for high school), in the form of a certified copy and translation (English or French as the case may be, with the Hague apostille) and authorized by the relevant authorities of the issuing country, related to the studies performed, and the analytical program, equivalence of study periods;
# B নাম্বারে যে সার্টিফিকেট দিবেন তার মার্কশীট

d. The transcript of records of the BA studies in the form of a copy and legalized translation (English or French, as applicable, with the Hague apostille) certified by the competent authorities of the issuing country and documenting the studies completed, the syllabi of disciplines, and the study periods;
# ব্যাচেলর / অনার্সের সার্টিফিকেট

e. Copy and translation (English or French) legalized and authenticated by the competent authorities of the issuing country of the certificate attesting the promotion of the bachelor’s exam for the graduates of the current year (if applicable);
# D নাম্বারে যেটা দিবেন সেটার মার্কশীট

f. The certificate of completion of the Romanian Language Preparatory Program for foreign nationals or the certificate of linguistic competence, as applicable; (for programs taught in Romanian);

#যারা রোমানিয়ান ভাষায় পড়ার জন্য আবেদন করবেন তাদের রোমানিয়ান ভাষা সার্টিফিকেট লাগবেনা। যদি কারো রোমানিয়ান ভাষা জানা থাকে তাহলে সার্টিফিকেট দিবেন। অথবা যারা ইংলিশে পড়তে চান তারা ইংলিশ প্রফিসিয়েন্সির সার্টিফিকেট দিবেন। (IELTS, TOEFL, DUO, OITEC, PTE)


g. Birth certificate in copy and legalized translation (English or French, with the Hague apostille) and authenticated by the competent authorities of the issuing country.
# আপনার জন্মনিবন্ধন ইংরিজিতে অনুবাদ করে, নোটারী করে, সত্যায়িত করে দিতে হবে

h. Copy of the document attesting permanent overseas residence (where applicable);
# স্থায়ী বসবাসের জন্য ডকুমেন্টস। এটা আপনার লাগবেনা

k. Passport copy – valid for at least six months after the Letter of Acceptance for Studies is issued;
# আপনার পাসপোর্ট স্কান কপি

i. a medical certificate (in an international language such as English or French) stating that the applicant does not suffer from communicable diseases or other illnesses incompatible with the prospective occupation;
# আপনার মেডিকেল রিপোর্ট বা সার্টিফিকেট

j. Marriage certificate copy and translation legalized (in English or French, if applicable, with the Hague apostille) and authenticated by the relevant authorities of the issuing nation; if required to prove the change of name;
# আপনার ম্যারেজ সার্টিফিকেট

l. Personal data processing agreement;
# ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে পার্সোনাল ডাটা নামে একটি পিডিএফ ফাইল আছে। সেটা ফিলাপ করে তাদের কাছে আবার জমা দিতে হবে। /আপনার পার্সোনাল ডাটা/ ইউরোপাস সিভি

m. Proof of payment of the cost for processing the application file in the amount of 50 EURO (paid separately for each file submitted), deposited into the following account: RO75RNCB0128045419210114, Banca Comerciala Romana, Calea Victoriei nr. 3, Sector 3, Bucharest. Postal code 030023; Swift code: RNCBROBU; “Valahia” Institution of Targoviste;
# এই ব্যাংক একাউন্টে আবেদন ফি পাঠানো লাগবে।
নোটঃ  আপনি আবেদন করার আগে তাদের ব্যাংক একাউন্টে আবেদন ফি ৫০ ইউরো পাঠাতে হবে। পাঠালে একটি রিসিড কপি পাবেন। সেইটার পিডিএফ বা স্কান কপি আবেদনের সকল ডকুমেন্টস এর সাথে পাঠাতে হবে।


উপরের সকল ডকুমেন্টস যদি আপনার পূরণ করা হয়ে থকে তাহলে আপনি আবেদন করার জন্য প্রস্তুত। এখন সকল ফাইল পিডিএফ আকারে সাজিয়ে ভালাহিয়া ইউনিভার্সিটির এই মেইলে ( relint@valahia.ro ) পাঠিয়ে দিবেন। অবশ্যই আবেদন ফি ৫০ ইউরো পাঠানোর স্লিপ এড করে দিবেন মেইলে। মাস্টার্স এর সকল ক্যান্ডিডেটদের প্রতি শুভ কামনা। আপনাদের ইউরোপ স্বপ্ন পূর্ন হউক। আগামী পোষ্ট থাকবে ব্যাচেলরদের ডকুমেন্টস নিয়ে।
সবশেষে আপনি আপনার ডকুমেন্টস এর লিষ্ট আবার চেক করুনঃ ১) আবেদন ফরম ফিলাপ ২) এইস এস সি বা সমমান বা ডিপ্লোমা সার্টিফিকেট/ ইন্টারমিডিয়েট সার্টিফিকেট ৩) এইস এস সি এর মার্কশীট/ ইন্টারমিডিয়েটের মার্কশীট ৪) অনার্সের/ ব্যাচেলর সার্টিফিকেট ৫) অনার্সের / ব্যাচেলর মার্কশীট ৬) যারা রোমানিয়ান ভাষায় পড়ার জন্য আবেদন করবেন তাদের রোমানিয়ান ভাষা সার্টিফিকেট লাগবেনা। যদি কারো রোমানিয়ান ভাষা জানা থাকে তাহলে সার্টিফিকেট দিবেন। অথবা যারা ইংলিশে পড়তে চান তারা ইংলিশ প্রফিসিয়েন্সির সার্টিফিকেট দিবেন। (IELTS, TOEFL, DUO, OITEC, PTE) ৭) আপনার জন্মনিবন্ধন ইংরিজিতে অনুবাদ করে, নোটারী করে, সত্যায়িত কপি 8) আপনার পাসপোর্ট স্কান কপি ৯) আপনার ম্যারেজ সার্টিফিকেট (অবিবাহীত হলে প্রয়োজন নেই) ১০) আপনার মেডিকেল রিপোর্ট ( ৬ মাস আগের করা মেডিকেল গ্রহনযোগ্য নয়) ১১) আপনার পার্সোনাল ডাটা ১২) আবেদন ফি পাঠানোর স্লিপ




লেখকের কিছু কথাঃ 

লেখাটি সম্পূর্ণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকে লিখেছি। ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেই তথ্যগুলো সংগ্রহ করেছি। আমি নিজেও একজন রোমানিয়ার ক্যান্ডিডেট। আমার সম্পূর্ন প্রসেস কোনো এজেন্সি ছাড়াই আমি নিজে নিজে করেছি। লেখার কোথাও ভুল বা না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করছি আমি আপনাদের সকল তথ্য দিয়ে সহযোগীতা করতে পারবো। এই পোষ্টটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।
Source: Google Research. 



 কিছু গুরুত্বপূর্ণ লিংক যেখানে আপনারা এই লেখার সোর্চগুলো পাবেনঃ 

ভালাহিয়া ইউনিভার্সিটি লিংকঃ          Valahia University of Targoviste
ডকুমেন্টস রিকোয়ারমেন্টস লিংকঃ Master's Documents Requirement Link


Post a Comment

0Comments
Post a Comment (0)